Logo
Logo
×

সারাদেশ

ঘুমধুম সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলি, সতর্ক বিজিবি

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:০৩ পিএম

ঘুমধুম সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলি, সতর্ক বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার ওপারে মিয়ানমারের থেমে থেমে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। সীমান্তে বসবাস করা স্থানীয়রা গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন। এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয়র জানান, রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার পর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। ঘুমঘুম সীমান্তের ওপারে মিয়ানমারের তুমব্রুর নারিকেল বাগিচা এলাকায় আরকান আর্মির দুটি ক্যাম্প রয়েছে। স্থানীয়দের ধারণা, সেখানে হঠাৎ করে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা আবসার বলেন, ‘অনেক দিন পর গুলির আওয়াজ পাওয়া গেছে। অনেকক্ষণ যাবৎ অনবরত গুলির শব্দ পেয়েছি। সেখানে কী হচ্ছে তা আমরা জানি না। কিন্তু কিছু একটা গণ্ডগোল হয়েছে তা বুঝা যাচ্ছে।’

এদিকে, মিয়ানমারে গোলাগুলির ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে টহল জোরদার করেছে তারা।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্তের ৩৪ থেকে ৩৫ পিলার সংলগ্ন এলাকায় শূন্য রেখা থেকে কমপক্ষে ৩০০ থেক ৩৩০ মিটার অদূরে এ গোলাগুলি হয়েছে। আরকান আর্মির সঙ্গে আরসা-আরএসওর মধ্যে সংঘর্ষ হতে পারে। তবে বাংলাদেশের এপারে কোনো গুলি আসেনি, এটি মিয়ানমারের অভ্যন্তরের ঘটনা। বিজিবি কঠোর সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম