Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম

মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

ছবি: যুগান্তর

রাজশাহীর মোহনপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিহাব উদ্দিন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী।

রোববার (১০ আগস্ট) রাতে উপজেলার মৌগাছি বাটুপাড়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব উপজেলার বাটুপাড়ার মৃত আসাদ আলীর ছেলে। আহতরা হলেন, উপজেলার আকুবাড়ি গ্রামের দুলাল হোসেনের ছেলে মাহফুজ আলম (২০) ও আতাউর রহমানের ছেলে মুজাহিদ (২১)। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, মোটরসাইকেলযোগে মৌগাছি থেকে ত্রিমোহনীর দিকে যাচ্ছিলেন শিহাব। অন্যদিকে মাহফুজ ও মুজাহিদ ত্রিমোহনী থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। তারা বাটুপাড়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিহাব প্রাণ হারান। আহত হন মাহফুজ ও মুজাহিদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি বলেন, ময়নাতদন্ত শেষে সোমবার সকালে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম