মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে সুমন কারাগারে
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মুঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমনকে (৪৫) ২০ ড্রামভর্তি মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আটক করে পুলিশ। সোমবার আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে প্রেরণ করেছেন বিচারক।
মাছচাষি ও ছিনতাই করে নিয়ে যাওয়া মাছের মালিক আবু তাহের বাদী হয়ে মফিজুর রহমান সুমনসহ দুইজনকে আসামি করে রোববার রাতে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার শুভারামপুর গ্রামের মাছচাষি আবু তাহের (৭৫) রোববার সকালে ২০ ড্রামভর্তি পাঙাস মাছ টমটমে উঠিয়ে আড়তে বিক্রি করার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি বাজিতপুর বাজারসংলগ্ন বড় ব্রিজটি অতিক্রম করার সময় মফিজুর রহমান সুমন তার সহযোগীদের নিয়ে গতিরোধ করে আবু তাহেরকে টমটম থেকে জোরপূর্বক নামিয়ে দেয়।
এরপর সুমন মাছের গাড়িটি নিয়ে কটিয়াদী উপজেলাধীন স্বনির্ভর বাজারে মাছের আড়তে নিয়ে আসে। মাছের মালিক আবু তাহের অন্য একটি গাড়িতে উঠে এসে স্বনির্ভর বাজারে তাদের দেখতে পেয়ে দ্রুত কটিয়াদী মডেল থানায় এসে একটি মৌখিক অভিযোগ দিলে উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মফিজুর রহমান সুমনকে আটক করলেও তার সহযোগীরা মাছের গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনা কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেনকে অবহিত করেন। বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন এসআই শ্যামল দেবনাথকে পাঠিয়ে কটিয়াদী থানায় আটক মফিজুর রহমান সুমনকে বাজিতপুর থানায় নিয়ে যান।
মাছচাষি আবু তাহের জানান, আমার বিশ ড্রামভর্তি পাঙাস মাছের গাড়িটি জোর করে সাবেক এমপির ছেলে সুমন ও তার সহযোগীরা নিয়ে যায়। কটিয়াদী থানা পুলিশ সুমনকে আটক করলেও আমি মাছ ফেরত পাইনি। সুমনসহ দুইজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছি।
বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে কটিয়াদী থানায় আটক মফিজুর রহমান সুমনকে বাজিতপুর থানায় নিয়ে এসেছি। মাছচাষি আবু তাহের বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। আটককৃত মফিজুর রহমান সুমনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।
