কয়রায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে মানববন্ধন
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৭:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা, কয়রা উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী, বারবার কারাবরণকারী, আওয়ামী ফ্যাসিস্ট এর অসংখ্য নাশকতা মামলার আসামি, ৫ আগস্টের পরে আওয়ামী লীগের সাথে আতাত করা দলের চক্রান্তকারীদের ষড়যন্ত্রের শিকার, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টায় কয়রা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কয়রা সদরে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তরা বলেন, কয়রার দুঃসময়ের বিএনপির কান্ডারী নুরুল আমিন বাবুলের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। তার মতো নির্যাতিত নেতার বিএনপিতে প্রয়োজন। বিগত দিনে কয়রার ৭টি ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে তিনি দিন রাত পরিশ্রম করেছে। তাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে।
বক্তারা কেন্দ্রীয় ও খুলনা জেলা বিএনপি নেতাদের কাছে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।
বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- আমেরিকা প্রবাসী বিএনপি নেতা বায়োজিদ হোসেন বাচ্চু, কয়রার বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আ. মজিদ মিস্ত্রি, আ. গফফার, এফএম মোহররম হোসেন, নাজমুল হুদা, কামরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, এ করিম, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, আওছাফুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, আবু তায়েব, রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন- মোস্তাফিজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, ইলিয়াস জনী,জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরুন, সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, শ্রমিকদল নেতা আকবার হোসেন, আ. রউফ, আজিজুল ইসলাম, তাতী দল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, শেখ মামুন, তৌহিদুর রহমান, মেহেদী, মহিলা দল নেত্রী ফাতেমা খাতুন, মাহফুজা, রুবিনা প্রমুখ।
