Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে মেঘনা সেতুর রেলিং লুটের ঘটনায় দুইজন গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম

সোনারগাঁয়ে মেঘনা সেতুর রেলিং লুটের ঘটনায় দুইজন গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর রেলিং ও জয়েন্ট এঙ্গেল লুটের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট বেপারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে এ সময় পুলিশ লুট হওয়া রেলিং ও জয়েন্ট এঙ্গেল উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো- সোনারগাঁও উপজেলার ঝাউচর এলাকার বাবুল মিয়া ও সিলেটের সুনামগঞ্জের রোমান মিয়া। রোমান মিয়া প্রতাপেরচর এলাকার রিপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত ৯টার দিকে ও ২ আগস্ট রাত আড়াইটার দিকে দুই দফায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত মেঘনা সেতুর রেলিং ও জয়েন্ট এঙ্গেল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় রোববার রাতে সোনারগাঁ থানায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) দুই কর্মচারী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

গত রোববার সকালে লুট হওয়া সেতুর রেলিং ও জয়েন্ট এঙ্গেল বিক্রি করার জন্য বেপারী বাজার এলাকায় বাবুল মিয়ার ভাঙারি দোকানে নিয়ে যাওয়া হয়। এ সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এবাদুর রহমানের ছেলে রোমান মিয়াকে সেতুর এঙ্গেল, রেলিং ও অটোরিকশাসহ এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ঝাউচর এলাকার আব্দুল হকের ছেলে বাবুল মিয়ার ভাঙারির দোকানে অভিযান চালিয়ে ১৫টি স্টিলের তৈরি রেলিং ও এঙ্গেল উদ্ধার করে। এ সময় বাবুল মিয়াকেও গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় রোববার রাতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ভিটিকান্দি উপ-বিভাগের এমএলএসএস মো. মিজানুর রহমান বাদী হয়ে তিনজনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়াও সওজের কার্যসহকারী মো. আব্দুল আলীম বাদী হয়ে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মেঘনা সেতুর রেলিং ও এঙ্গেল লুটের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম