ট্রাকচাপায় শিশুসহ অটোরিশার ৩ যাত্রী নিহত, আহত ৫
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় শিশুসহ ব্যাটারিচালিত অটোরিকশার তিনন যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার মৌসুমী তেলের পাম্পের সামনে
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল
ইসলামের ছেলে ও পিয়ারাপুর মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম (৫৫), একই ইউনিয়নের চাপড়াপাড়া
গ্রামের গনী মন্ডলের ছেলে নুরুন্নবী মন্ডল (৫০) ও ১৯ মাসের শিশু কন্যা সায়মা।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের উন্নত চিকিৎসার জন্য
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন
বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
