Logo
Logo
×

সারাদেশ

অভয়নগরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৫:২৬ পিএম

অভয়নগরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

যশোরের অভয়নগরে লিমন শেখ নামের এক যুবককে হত্যা করে ছোট গাছে বেঁধে রেখে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ভ্যানচালক লিমন শেখ (২৫) উপজেলার বুইকারা গ্রামের আবুল কাশেম শেখের ছেলে।

নিহতের ভাই লিখন শেখ বলেন, সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় লিমন। মধ্যরাতে বাড়ি ফিরে না এলে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে জানতে পারি শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগানে একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি লাশটি আমার ভাই লিমনের।

তিনি বলেন, কে বা কারা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। আমার অসুস্থ ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি করছি।

এ ব্যাপারে অভয়নগর থানার (ওসি) মো. আব্দুল আলীম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে- ভ্যান চুরির উদ্দেশ্যে চালককে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাগানের একটি মরা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম