Logo
Logo
×

সারাদেশ

হাসপাতাল ব্যবসার আড়ালে আ.লীগের ‘অর্থ সহায়তাকারী’ মিলন কারাগারে

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম

হাসপাতাল ব্যবসার আড়ালে আ.লীগের ‘অর্থ সহায়তাকারী’ মিলন কারাগারে

কালীগঞ্জে হাসপাতাল ব্যবসার আড়ালে আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থ সহায়তাকারী হিসেবে চিহ্নিত মিলন মিয়াকে গ্রেফতার করেছে কালীগঞ্জ পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠান।

মিলন মিয়া (৪৭) জামালপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে এবং জামালপুরে অবস্থিত নুবহা জেনারেল হাসপাতালের পরিচালক ও মালিক।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে- ১৬ ফেব্রুয়ারি রাতে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ফিরিন্দা মোড়ে বিএনপি কার্যালয় ও মুদি দোকানে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক এমপি ফজলুল হক মিলনের ছবি পুড়ে যায়। ১৯ ফেব্রুয়ারি তুমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় জড়িত সন্দেহে  জামালপুর এলাকা থেকে মিলন মিয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ প্রতিবেদনে আরও বলা হয়েছে, নুবহা জেনারেল হাসপাতাল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের আড্ডাখানা ও কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। আওয়ামী লীগ সরকারের সময় মিলন মিয়া বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে আর্থিক সহায়তা দিতেন এবং সরাসরি উপস্থিত থাকতেন।

জানা গেছে, ২০২৩ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তিনি নুবহা জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেন এবং জাতীয় দিবসগুলোতে আওয়ামী লীগের প্রচারমূলক বিজ্ঞাপন প্রকাশ করতেন।

তবে চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গেও যোগাযোগ বজায় রাখেন এবং আর্থিক সহায়তা অব্যাহত রাখেন বলে অভিযোগ রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, মিলন মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও অর্থ সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্ত চলছে। প্রয়োজনে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম