Logo
Logo
×

সারাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৬:০৭ পিএম

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিল। পথিমধ্যে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের খলসি নামক স্থানে মৌসুমি পাম্পের সামনে ঢাকাগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জাহেদুল ইসলাম ও ১৯ দিনের একটি শিশু মারা যায়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ২ জনের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম