শনিবার রাতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে রোববার সড়কে প্রাণ গেল একরামুলের
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৮:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জীবিকার অন্বেষণে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক একরামুল হকের। রোববার রাতে তিনি নিহত হন বলে জানা গেছে। এর আগে শনিবার রাতে তিনি দক্ষিণ আফ্রিকায় পৌঁছান।
সোমবার দিবাগত রাতে আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই শহিদ উল্লাহ।
নিহত একরামুল হক (৩৪) ফেনীর দাগনভূঞা পৌরসভার উদরাজপুর গ্রামের মজিবুল হকের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকায় শনিবার রাতে পৌঁছান একরামুল। রোববার আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ডেলমাসে ১৯ বাংলাদেশি একটি মাইক্রোবাসে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই নোয়াখালীর বেগমগঞ্জের নুরুল আমিন ও মানিকগঞ্জ জেলার নাঈম আহমেদ নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় একরামুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত একরামুল হক ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। ব্যক্তিগত জীবনে তার তিন বছরের একটি মেয়ে ও চার মাসের একটি ছেলেসন্তান রয়েছে।
নিহতের চাচাতো ভাই শহিদ উল্লাহ জানান, রাতে মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তার মা পেয়ারা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। বৃদ্ধ পিতা ছেলের শোকে আচ্ছন্ন হয়ে বাকরুদ্ধ। একরামের লাশ দেশে আনার ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ চলছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দাগনভূঞার যুবক নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি।
