মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা দিচ্ছেন একদল চিকিৎসক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১০:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে আরকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা দিচ্ছেন একদল চিকিৎসক।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলার চকরিয়ার ডুলহাজারা সাফারি পার্কের একদল চিকিৎসক এসে বনবিভাগের সহায়তায় প্রথম দফায় আহত হাতিটির চিকিৎসা দেওয়া শুরু করেন।
আহত বন্যহাতিটি বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলি সীমান্তের গুইট্রাইল্লা ঝিরি এলাকায় রয়েছে।
স্থানীয়রা চিকিৎসা অবস্থায় আহত বন্যহাতিটিকে খাওয়ার জন্য কলাগাছ এনে দিচ্ছে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আশারতলি সীমান্তের গুইট্টাইল্লা ঝিড়ি এলাকায় সীমান্ত পারাপারের সময় মাইন বিস্ফোরণে বন্যহাতির ডান পায়ের গোড়ালিতে জখম হয়।
