Logo
Logo
×

সারাদেশ

নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে আহত ২৫

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১০:৪৩ পিএম

নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে আহত ২৫

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনে বিরোধ এবং  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিকলী উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয়ে ওঠে গোটা এলাকা।  

নিকলীর এসিল্যান্ড প্রতীক দত্ত জানান, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে সোমবার রাত ৮টায় ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামে একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এলাকাবাসী জানান, ওই অভিযোগ ও ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তি আটক এবং ১ লাখ টাকা অর্থদণ্ডের পর বিএনপি ও যুবদলের বিবদমান দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এ ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার অভিযোগকারী এবং  অভিযুক্তের পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ব্যাপারে কথা বলতে একাধিকবার মোবাইল ফোনে রিং দিয়েও বিএনপি ও যুবদলের বিবদমান ওই দুটি গ্রুপের কোনো নেতার সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম