Logo
Logo
×

সারাদেশ

রামগতিতে ‘মব’ সৃষ্টি করে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:১৪ এএম

রামগতিতে ‘মব’ সৃষ্টি করে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ উদ্দিন ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ পারভেজ খান। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের নাজিম উদ্দিন নাজু নামের এক ইউপি সদস্যকে ‘মব’ সৃষ্টি করে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। 

সোমবার (১১ আগস্ট) গভীর রাতে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজারে এ ঘটনা ঘটে।

বাজার ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সমাজতান্ত্রীক দল জেএসডির সভাপতি ও স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব, রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল ও চরপোড়াগাছা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার ও তার স্ত্রী ঢাকায় চিকিৎসাধীন থাকার কারণে তাদের দেখতে যান চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের ৮ জন মেম্বারসহ কয়েকজন গন্যমান্য ব্যক্তিরা। তারা আ স ম আবদুর রবের সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন শরাফ উদ্দিন আজাদ সোহেলকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে দেখতে যান। সেখান থেকে তারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার ও তার স্ত্রীর শারীরিক অবস্থার খবর নিতে যান আরেকটি হাসপাতালে। অসুস্থদের দেখা শেষে সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় আজাদনগর বাজারে এসে পৌঁছালে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ উদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ পারভেজ খানসহ ১০/১৫ জন মিলে নাজিমের কাছে অস্ত্র থাকার অভিযোগ তুলে ‘মব’ সৃষ্টি করে বেধড়ক মারধর শেষে পুলিশে সোপর্দ করে তাকে। এ সময় নাজিমকে মারধরের দৃশ্য মোবাইলে লাইভ সম্প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তারা।

এব্যাপারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ উদ্দিনের বক্তব্য জানতে তার ফোনে একাধিকবার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায় ।

এবিষয়ে ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, গণ্যমান্য ব্যক্তিসহ আমরা আটজন মেম্বার মিলে আসম রব, সোহেল চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদারকে দেখতে গিয়েছিলাম। সেখান থেকে আসার পথে যে যার মতে করে গাড়ি থেকে নেমে পড়েন। এ সময় নাজিমকে একা পেয়ে ছাত্রদল সমর্থিত কয়েকজন নেতাকর্মী নাজিমের কাছে অস্ত্র থাকার অভিযোগ এনে মারধর করে পুলিশে দেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিন জানান, নাজিম মেম্বারসহ এরা কয়েকজন ঢাকা থেকে এসে আজাদনগর বাজার নেমে বিএনপি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানকে নিয়ে গালিগালাজ করলে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে ধরে পেলে। এ সময় একটু হাতাহাতি হয়েছে। 

রামগতি থানার ওসি মো. কবির হোসেন জানান, বিষয়টি রাজনৈতিক, তাই দুপক্ষই বসে সমাধান করবেন বলে তাকে জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম