এখনো ৫ জেলেকে ছাড়েনি আরাকান আর্মি, পরিবারের উদ্বেগ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১১:১৮ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনা থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। মঙ্গলবার (১২ আগস্ট) অস্ত্রের মুখে জিম্মি করে স্পিডবোটযোগে তাদের নিয়ে যাওয়া হয়। বাংলাদেশি এসব জেলেকে এখনো ফেরত দেয়নি সশস্ত্র গোষ্ঠীটি।
বন্দি জেলেরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার
বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস, তার দুই ছেলে আক্কেল আলী ও নূর হোসেন, সাবের হোসেন এবং সাইফুল
ইসলাম।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে
বলেন, নাফ নদীর মোহনার নাইক্যং দ্বিয়ার কাছাকাছি এলাকা থেকে আরাকান আর্মিরা স্পিডবোট
যোগে এসে অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যায়। বিষয়টি আমরা অবগত হয়েছি এবং
কোস্ট গার্ডকেও জানিয়েছি।
এদিকে, জিম্মি জেলে পরিবারগুলোর মাঝে আতঙ্ক বিরাজ করছে। একমাত্র পরিবারের
উপার্জনক্ষম ব্যক্তিদের বন্দিদশা হতে দেশে ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন
ভুক্তভোগীরা।
স্থানীয় শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. আয়ুব বলেন, ধরে নিয়ে যাওয়া জেলেদের
পরিবারগুলো আতঙ্কে রয়েছে। পরিবারের উপার্জন
ক্ষম ব্যক্তিদের আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাফ নদীতে মাছ শিকার করা এখন অনিরাপদ।
জেলেরা মাছ শিকার করতে জলসীমার প্রান্তে গেলেই মিয়ানমার পয়েন্ট হতে বিদ্রোহীরা এসে
আটক করে নিয়ে যায়।

