Logo
Logo
×

সারাদেশ

আখ খেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু‎

Icon

‎গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০২:০৮ পিএম

আখ খেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু‎

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন (১৪) এক কিশোরের মৃত্যু হয়েছে।  বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার

হোসেন্দী ইউনিয়নে একটি আখ খেতে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

নিহত উপজেলার টেংগারচর ইউনিয়নের জহিরুল ইসলামের ছেলে।  ছোট বেলা থেকেই ইসমানি চরের নানা বাড়িতে থাকতেন তিনি।

নিহতের মা জানান, মঙ্গলবার এশার নামাজের পর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারারাত খোঁজাখুঁজির পরও তার হদিস পায়নি। সকালে শুনি আমার ছেলের লাশ আখ খেতে ভাসছে।

সরজমিনে গিয়ে জানা যায়, আখ রক্ষার কৌশল অবলম্বন হিসেবে ওই খেতে বিদ্যুতের সংযোগ দেয় জমির মালিক সাইদুর রহমান মিন্টু। আর ওই বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে শাহিনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে থাকা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিল্লাল হেসেন বলেন, ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল তৈরি করেছি।  বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হবে।  অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম