Logo
Logo
×

সারাদেশ

পদ্মার ভাঙনে হুমকির মুখে বাজার

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০২:১০ পিএম

পদ্মার ভাঙনে হুমকির মুখে বাজার

ছবি: যুগান্তর

পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ভাঙন। এর জেরে হুমকিতে রয়েছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার।  ইতোমধ্যে বাজারের চারটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।  এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপায় না পেয়ে দোকান সরিয়ে নিচ্ছে ভুক্তভোগীরা।

স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরেই নদীতে তীব্র স্রোত দেখা যাচ্ছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে হঠাৎ নদী তীরে ফেলা জিও ব্যাগ সরে গিয়ে ভাঙন শুরু হয়।

স্থানীয় বাসিন্দা আলামিন মিয়া জানান, বাজারে কয়েকটি দোকান যেকোনো সময় ধসে পড়তে পারে। এরই মধ্যে মালামালসহ দোকানের অবকাঠামো সরিয়ে নেওয়া শুরু করেছে ব্যাবসায়ীরা। স্থায়ী বাঁধ নির্মাণ থাকলে এ দুর্ঘটনায় ব্যবসায়ীরা ক্ষতি হতো না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পানি বেড়ে যাওয়ার কারণেই মূলত ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই তারা ব্যবস্থা নেবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী (টঙ্গীবাড়ী পওর শাখা) মো. আশিক সারোয়ার বলেন, দিঘীরপাড় বাজারের পূর্বে জিও ব্যাগ ফেলা হয়েছিল। এখন যেহেতু ভাঙন দেখা দিয়েছে তাই আপদকালীন একটি উদ্যোগ নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম