Logo
Logo
×

সারাদেশ

ভ্যান-পিকআপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৬:৫২ পিএম

ভ্যান-পিকআপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

রাজবাড়ীর কালুখালীতে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমজাদ বিশ্বাস (৫২) নামে এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে ঢাকা–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে পাংশা হাইওয়ে থানার ওসি হারুন-অর-রশিদ দুর্ঘটনার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার ফটিক বিশ্বাসের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশা থেকে ছেড়ে আসা সোনাপুরগামী ভ্যানটি সোনাপুরের দিকে আসছিল। তখন রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক আমজাদ বিশ্বাস নিহত হন। 

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, নিহত মাছ ব্যবসায়ী আমজাদ বিশ্বাসের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম