স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে অসুস্থ স্বামীর আত্মহত্যা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গতমপুরে স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী আলাউদ্দিন শেখ। বুধবার দুপুরের দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের গতমপুর গ্ৰামে এ ঘটনা ঘটে।
আলাউদ্দিন শেখ (৫০) ওই গ্রামের মৃত কুরবান শেখের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি বাড়ির পাশে ছোট্ট মুদি দোকান করে সংসার চালাতেন। বর্তমানে অসুস্থতার কারণে বাড়িতেই শুয়ে থাকতেন। তার অসুস্থতার পর থেকে তার দোকান চালাতো নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে আলিফ শেখ।
আলাউদ্দিন শেখের স্ত্রী নাসিমা বেগম জানান, তার স্বামী জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, তার পা ছিল একটি চিকন। তিনি এক বছর আগে স্ট্রোক করে শরীরের এক পাশ প্যারালাইজড হয়ে য়ায়। পাশাপাশি তার ডায়াবেটিস ও হার্টের সমস্যাও ধরা পড়ে।
তিনি আরও জানান, কিছু দিন যাবত তার একটি চোখে সমস্যা দেখা দেয়। তার চোখ অপারেশন করা হলেও তিনি চোখে দেখতে পারতেন না। সবকিছু মিলিয়ে মানসিক কষ্টে ছিলেন তিনি।
আলাউদ্দিনের স্ত্রী নাসিমা বেগম বলেন, বুধবার সকালে আমি তাকে ভাত ও রুটি খাইয়েছি। তিনি শরীর খারাপ লাগার কথা বললে তার মাথায় পানি দিয়েছি। পরে তিনি আমাকে বলেন তার হার্টের সমস্যা বেড়েছে ওষুধ এনে দিতে হবে। পরে দুপুরে আমি তাকে ঘরের বারান্দায় শুইয়ে রেখে বাজারে ওষুধ আনতে যাই। আমি ওষুধ নিয়ে বাড়িতে এসে দেখি তিনি বারান্দার বাঁশের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।তবে আমার কাছে মনে হয়েছে, তিনি অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করতে পারেন।
এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান যুগান্তরকে বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
