Logo
Logo
×

সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, দুর্ভোগে গঙ্গাচড়ার মানুষ

Icon

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ এএম

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, দুর্ভোগে গঙ্গাচড়ার মানুষ

ছবি: যুগান্তর

উজানে ভারত থেকে নেমে আসা ঢলে আবারো তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে গঙ্গাচড়া উপজেলার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে । তলিয়ে গেছে ধান ও সবজি খেত। লক্ষীটারী, কোলকোন্দ, নোহালী, গজঘণ্টা ও মর্নেয়া ইউনিয়নের নিচু এলাকার প্রায় ৪০০ পরিবার এখন পানিবন্দি।

বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় গঙ্গাচড়ার উজানের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি কিছুটা কমে বিপৎসীমা (৫২.১৫ সে.মি.) ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। যা সকাল ৬ টায় বিপদ সীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


পশ্চিম ইচলীর কুমোবালা বলেন, বুধবার সকাল থেকে বাড়িতে পানি উঠে। পানি উঠায় কষ্টে আছে। এর আগেও পানি উঠে দুদিন কষ্টে থাকলেও কোন সহায়তা পাইনি। সবায় ছবি তোলে আর কথা কয়া চলে যায়।

লক্ষিটারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী জানান, ইউনিয়নের পশ্চিম ইচলি, মধ্য ইচলি, পূর্ব ইচলি, জয়রাম ওঝা, শংকরদহ ও চল্লিশ সাল এলাকার মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা জানান, সাম্প্রতিক বন্যায় তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পরিস্থিতি বিবেচনায় স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। তিস্তা তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম