Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ ও কৃষক লীগের দুই নেতার পদত্যাগ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৫:১১ এএম

আ.লীগ ও কৃষক লীগের দুই নেতার পদত্যাগ

ছবি: যুগান্তর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দল থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা। বুধবার উপজেলার নিলফা বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগী নেতারা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার কুমলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির এবং একই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ১০ বছর ধরে আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। বর্তমানে আমরা শারীরিকভাবে অসুস্থ। ফলে আমাদের পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এ কারণে স্বেচ্ছায় আমরা দল থেকে পদত্যাগ করছি। শিগগিরই লিখিতভাবে দলের কাছে পদত্যাগপত্র জমা দেব। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম