Logo
Logo
×

সারাদেশ

ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অপহরণের শিকার শিশু, মুক্তিপণ দাবি

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০১:০০ এএম

ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অপহরণের শিকার শিশু, মুক্তিপণ দাবি

প্রতীকী ছবি

কক্সবাজারে রামু উপজেলার ঈদগড়ের নয়া পাড়া থেকে জুঁই আক্তার (৭) নামে এক শিশুকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর ফোনে ১০ লাখ মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। বুধবার (১৩ আগস্ট) পৌনে ১২টার দিকে অপহরণের এ ঘটনা ঘটে।

অপহৃত জুঁই কুমিল্লার কাঞ্চননগরের মো. জুয়েলের মেয়ে। কিছুদিন আগে সে ঈদগড়ের ৬ নাম্বার ওয়ার্ডের নয়াপাড়া তার ফুফির বাসায় বেড়াতে এসেছিল।

জুঁইয়ের ফুফা কালু বলেন, অপহরণের পর মুঠোফোনে যোগাযোগ করে দশ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। বিষয়টি লিখিতভাবে থানায় জানানো হয়েছে।

 ঈদগড় ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম কমরু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় তার ফুফির মোবাইল ফোনও সঙ্গে নিয়ে গেছে। পরবর্তীতে শিশুর ফুফার স্বামী কালু ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, অপহরণে জড়িত সকলে চিহ্নিত। তাদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং সম্ভাব্য সব স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম