Logo
Logo
×

সারাদেশ

ক্লাসে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০১:২৮ এএম

ক্লাসে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

কুমিল্লার মুরাদনগরে শ্রেণিকক্ষে পাঠদানকালে  ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়ায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ে এ বহিষ্কারের ঘটনা ঘটে।

বহিষ্কৃতরা হলেন, ওই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার কামাল্লা গ্রামের বর্তমান ইউপি সদস্য জামাল উদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ (১৬), একই ক্লাস ও গ্রামের আবুল কাশেমের ছেলে ফয়সাল (১৬), সাইফুল মুন্সির ছেলে সাইম (১৬) ও হরিবল রায়ের ছেলে আনন্দ রায় (১৬)। 

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকালে কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির গণিত বিষয়ে পাঠদানকালে শ্রেণিকক্ষের ভেতরে চারজন শিক্ষার্থী ছুরি প্রদর্শন করে তার একটি ভিডিও ধারণ করে। পরে আবার ওই শিক্ষার্থীরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ভাইরালের পর স্থানীয়দের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাতে শিক্ষার্থীদের ছুরি প্রদর্শনের ভিডিওটি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলে শিক্ষকরা কৌশলে তিনজন শিক্ষার্থীকে আটকে রেখে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ওই স্কুলের প্রধান শিক্ষক আবুল বাশার খান বলেন, ক্লাসরুমে ছুরি প্রদর্শনের বিষয়টি আমাদের নজরে আসা মাত্রই আমরা সাইফুল, সাইম ও আনন্দ রায় নামের তিনজন শিক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ করি। অপর শিক্ষার্থী ওবায়দুল্লাহ বিদ্যালয়ে না আসায় তাকে ধরা সম্ভব হয়নি। বিদ্যালয়ের সভাপতির নির্দেশে অভিযুক্ত চারজন শিক্ষার্থীকেই বহিষ্কার করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে প্রদর্শন করা ছুরিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম