Logo
Logo
×

সারাদেশ

বাঁচতে চান আজিজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৮:৪৫ পিএম

বাঁচতে চান আজিজ

নাম আব্দুল আজিজ। বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার রামভদ্রা গ্রামে।পড়াশোনা শেষ করে ২০১৬ সালে শিক্ষকতা শুরু করেন মেলান্দহ উপজেলার মাহমুদপুরে আল-রাফি কিন্ডার গার্টেন অ্যান্ড মডেল হাইস্কুলে। ছাত্রজীবনে থেকেই ভালো গান করতেন তিনি। জীবনের নানা লড়াই সংগ্রামের একপর্যায়ে এসে সংসার চালানোর তাগিদে নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ বসবাস করতে শুরু করেন। 

সংসারের নানা টানাপোড়েনের মধ্যেও তিন সন্তানের মধ্যে বড় ছেলেকে অনেক কষ্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করিয়েছেন। ছোট দুই সন্তানও স্কুলে পড়ে। জীবিকার অন্বেষণে সপরিবারে নারায়ণগঞ্জে অবস্থান করেন তিনি। কিন্তু ভাগ্যের কী পরিণতি, শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। সঙ্গে যোগ হয়েছে হার্টের সমস্যাও। 

আব্দুল আজিজের বড় ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুগান্তরকে জানান, বর্তমানে তাকে (আজিজকে) দুটি অপারেশনই করা হয়েছে রাজধানীর কাকরাইলের অরোরা হাসপাতালে। বর্তমানে তার পরিবার চরমভাবে আর্থিক সংকটের মধ্যে আছে। তার পরিবার চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছে না। তার চিকিৎসায় এখনো অনেক টাকার প্রয়োজন।

এ অবস্থায় তার বন্ধু-বান্ধব ও বিত্তশালী আত্মীয়স্বজনরা এগিয়ে এলে বেঁচে যেতে পারে একটি জীবন। অসুস্থ আজিজকে সহযোগিতা করতে চাইলে তার ০১৭১০-০৮৯৯৪৫ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম