Logo
Logo
×

সারাদেশ

টিকটক বানাতে গিয়ে ফাঁস লেগে ক্ষুদে টিকটকারের মৃত্যু

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৯:২৯ পিএম

টিকটক বানাতে গিয়ে ফাঁস লেগে ক্ষুদে টিকটকারের মৃত্যু

ঢাকার ধামরাই পৌর শহরে ব্যতিক্রমধর্মী টিকটক বানাতে গিয়ে হরেক মন্ডল নামে এক ক্ষুদে টিকটকারের মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

পায়ের নিচে গোসলের বালতি দিয়ে ফাঁসির দৃশ্যে অভিনয় করার সময় পায়ের নিচ থেকে বালতি সরে গেলে গলায় ফাঁস লেগে ওই ক্ষুদে টিকটকারের মৃত্যু হয়।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পৌর শহরের ঠাকুরপাড়া কৃষ্ণ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, পৌর শহরের পূর্ব কায়েতপাড়া এলাকার ঠাকুরপাড়া মহল্লার কৃষ্ণ মন্ডলের ছেলে ১২ বছরের হরেক মন্ডল দুপুর ৩টার দিকে নিজের ঘরের ভেতর টিকটক বানাতে যায়। এ সময় ফাঁসির দৃশ্যে অভিনয় করার জন্য পায়ের নিচে গোসলের বালতি দেয় আর গলায় গামছা দিয়ে পেঁচিয়ে অভিনয় শুরু করে।

হঠাৎ পায়ের নিচ থেকে বালতিটি সরে যায়। আর সঙ্গে সঙ্গে গলায় ফাঁসি লেগে হরেক মন্ডলের মৃত্যু হয়।

টের পেয়ে পরিবারের লোকজন তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা হরেক মন্ডলের দেহ পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান।

তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। ছেলে হারিয়ে মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তারা শুধু মানুষের দিকে ফেল-ফেল করে তাকিয়ে থাকে, মুখে ভাষা নেই।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এমন ঘটনা সত্যিই দুঃখজনক ও বেদনাবিধুর। ব্যতিক্রমধর্মী টিকটক বানাতে গিয়ে হরেক মন্ডল নামে এক ক্ষুদে টিকটকারের গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম