Logo
Logo
×

সারাদেশ

জাফলংয়েও সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপন

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০১:৫৭ এএম

জাফলংয়েও সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপন

ভোলাগঞ্জের সাদা পাথরের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। গত দুইদিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স বৃহস্পতিবার জাফলং পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে প্রায় ৩ হাজার ঘনফুট এবং শুক্রবার নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে আরও সাড়ে ৫ হাজার ঘনফুট লুটের পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পুনরায় জিরো পয়েন্টে নৌকা দিয়ে ফেলা হয়েছে।

শুক্রবার টাস্কফোর্সের অভিযানে সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোবারক হোসেনসহ থানা ও ট্যুরিস্ট পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, জাফলং জিরোপয়েন্ট থেকে যে পাথরগুলো সরানো হয়েছে তা উদ্ধারে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। গত দুইদিনে মোট সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জিরোপয়েন্টে প্রতিস্থাপন করা হয়। আরও যেখানে এসব পাথর পাওয়া যাবে আমরা তা উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ করে যাবো। চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম