Logo
Logo
×

সারাদেশ

সাদাপাথরে লুটপাটের ঘটনায় মামলা, আসামি দেড় হাজার

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ এএম

সাদাপাথরে লুটপাটের ঘটনায় মামলা, আসামি দেড় হাজার

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর থেকে কয়েকশ কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ১ হাজার থেকে দেড় হাজার আসামি করা হয়েছে।

শুক্রবার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আনোয়ারুল হাবীব মামলা দায়ের করেন।

মামলার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।

এজাহার থেকে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতকারী গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম