Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর স্বামী-সন্তানের দুধ দিয়ে গোসল

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৬:২০ পিএম

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর স্বামী-সন্তানের দুধ দিয়ে গোসল

ছবি: যুগান্তর

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর দুধ দিয়ে গোসল করেছেন সাইফুল শেখ নামে এক ব্যক্তি।

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার বাটিকামারী গ্রামের খোন্দকারপাড়ার দরগা শরিফের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেঝে, ২০১৪ সালে বাটিকামারী গ্রামের বিল্লাল শেখের ছেলে সাইফুল শেখের সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট মুচকুন্নি গ্রামের আদম আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ছেলেসন্তান রয়েছে।

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৯ জুলাই রোজিনা তার স্বামী সাইফুল শেখ, শাশুড়ি রিনা বেগম, দুই ননদ ইতি বেগম ও বিথী বেগমের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এর ধারাবাহিকতায় শুত্রুবার বিকাল সাড়ে ৪টায় টেংরাখোলা বাজারে (মুকসুদপুর থানার সামনে) ওহিদ কাজীর হোটেলে উভয়পক্ষের উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেখানে সাড়ে ৫ লাখ টাকা দেনমোহর পরিশোধের মাধ্যমে উভয়ের খোলা তালাক (বিবাহ বিচ্ছেদ) সম্পন্ন হয়।

সাইফুল শেখ জানান, রোজিনার সঙ্গে দীর্ঘদিন দ্বন্দ্বের অবসান হওয়ায় আমি ও আমার ছেলে দুধ দিয়ে গোসল করেছি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের সঙ্গে এ বিষয়ে কথা হয়। তিনি বলেন, উভয়পক্ষ একটি আপসনামা জমা দিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম