Logo
Logo
×

সারাদেশ

ক্রিকেট ব্যাটে ইয়াবা, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম

ক্রিকেট ব্যাটে ইয়াবা, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

ক্রিকেট ব্যাটের ভেতরে অভিনব কৌশলে ইয়াবা বহনের চেষ্টা করে শেষপর্যন্ত ধরা পড়ল দুই যাত্রী। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ধরা পড়ে এ অভিনব পাচারের ঘটনা।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, আটকরা হলেন—মাদারীপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)। তাদের কাছ থেকে পাঁচ হাজার একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর ব্যবস্থাপক গোলাম মোর্তজা বলেন, সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তাদের। চেকিংয়ের সময় স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতরে লুকানো ইয়াবা শনাক্ত হয়। তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত তাদের আটক করে।

এপিবিএন অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ আরও জানান, আটক দুইজনকে আইনগত প্রক্রিয়া শেষে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম