সীতাকুণ্ডে অজ্ঞাত লাশ উদ্ধার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার একটি শিপ ব্রেকিং ইয়ার্ডের পাশ থেকে ভেসে আসা লাশটি উদ্ধার করা হয়।
কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালী উদ্দিন আকবর জানান, শিপ ব্রেকিং ইয়ার্ড সংলগ্ন সাগর উপকূলে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি জানালে রাতে গাউছিয়া কমিটি বাংলাদেশের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত হয়নি।
