Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশ

সওজের জায়গা থেকে আ.লীগ নেতার ভবন উচ্ছেদ

Icon

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম

সওজের জায়গা থেকে আ.লীগ নেতার ভবন উচ্ছেদ

আ.লীগ নেতার ভবন উচ্ছেদ। ছবি: যুগান্তর

কক্সবাজারের কুতুবদিয়ায় লেমশিখালী চৌমুহনী বাজারে সড়ক ও জনপদ বিভাগের (সওজের) অধিগ্রহণ জায়গা থেকে আওয়ামী লীগ নেতার ভবনসহ একাধিক ভবন উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে অভিযান শুরু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন।

এ সময় কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন, সওজের চকরিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী রাহাত আলমসহ পুলিশ, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ১০ এপ্রিল দৈনিক যুগান্তর পত্রিকায় ‘সওজের জায়গা দখলে নিয়ে আ.লীগ নেতার ভবন নির্মাণ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে উপজেলার পীর মালেকঘাট ও আজম সড়কের বিভিন্ন স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ চেয়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের জেএম শাখার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম গত ১৭ মে একটি আদেশ দেন।

আদেশে সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন এবং তাকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন

তবে ইউএনও সরকারি সম্পদ উদ্ধার করতে সওজকে সহযোগিতা করেননিএরপর গত ১৯ জুলাই দৈনিক যুগান্তরেআ.লীগ নেতার সেই ভবন উচ্ছেদে ইউএনওর গড়িমসিশিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়এরপর আগের আদেশ বাতিল করে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) উচ্ছেদ অভিযান পরিচালনা করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়

সওজের চকরিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী রাহাত আলম বলেন, লেমশিখালী আজম সড়কের পাশে সড়ক বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছেসড়ক বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই

সহকারী কমিশনার (ভূমি) মো. সাদাত হোসেন যুগান্তরকে বলেন, জেলা প্রশাসনের নির্দেশেদায়িত্ব পালন করেছিতবে অবৈধ দখলদার, ভূমিখেকোঅন্যায়কারীদের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে অবৈধ স্থাপনার বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম