Logo
Logo
×

সারাদেশ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১০:১৯ পিএম

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নাজমুল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক কুমার বিশ্বাস এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ জুন সকালে নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা কাশিয়াবাড়ি গ্রামের ৫ বছরের শিশু পার্শ্ববর্তী ময়শার আলির বাড়ির সামনে খেলতে যায়। এ সময় ময়শারের পুত্র নাজমুল তাকে ফুঁসলিয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের পর হত্যা করে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় নাজমুলের নামে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে ময়নাতদন্ত, সাক্ষ্য প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে দোষী সাব্যস্ত হলে বিচারক মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলায় সরকারপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি মিজানুর রহমান সরকার ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন সরোয়ার কবির মিথুন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম