সাবেক এমপি পলাশের এপিএস জাকিরসহ ৪৬ জনের নামে মামলা
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আ.লীগের সাবেক এমপি বিপ্লব হাসান পলাশের (২৮ কুড়িগ্রাম আসনের) এপিএস জাকির আহেমদ জয়সহ ১৬ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
রোববার রৌমারী থানার এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ আ.লীগ সমর্থক খাদেমুল ইসলামকে গ্রেফতার করলেও ইউনিয়ন সভাপতি আব্দুল কাদের ও সহসভাপতি এসএম রেজাউল করিম চেয়ারমান এখনো ধরাছোঁয়ার বাহিরে। এনিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষ্যে রৌমারী থানার আ.লীগ সমর্থক বেশকিছু নেতাকর্মী পরস্পর যোগসাজশে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষণ্ন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি নৈরাজ্য সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড, লিফলেট বিতরণ, ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সমস্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে খাদেমুল নামক একজন আওয়ামী লীগ সমর্থককে হাতেনাতে আটক করে রৌমারী থানা নিয়ে আসে পুলিশ। পরে এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ৪৬ জনকে আসামি করে মামলা করেন।
