Logo
Logo
×

সারাদেশ

ফ্রি ইন্টারনেটের জন্য যবুককে পিটিয়ে জখম এসআইয়ের

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৪:২৭ এএম

ফ্রি ইন্টারনেটের জন্য যবুককে পিটিয়ে জখম এসআইয়ের

এসআই নাজমুল হাসান। ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রিতে ইন্টারনেট সংযোগ না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম করেছে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান।

মঙ্গলবার বিকালে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ইসমাইল হোসেন (২৭) স্থানীয় ক্যাবল ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন (২৭) বলেন, তিনদিন আগে ফাঁড়ির ইনচার্জ আমার কাছে ফ্রিতে ইন্টারনেট সংযোগ চান। না দিলে লাইন খুলে নেওয়ার হুমকি দেন। আমি মালিকের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত জানাব বলে ফাঁড়ি থেকে চলে আসি। আজকে বিকালে ফাঁড়ি সামনে আমাকে দেখে পুলিশের এক সদস্য আমাকে ফাঁড়ির ভেতরে নিয়ে যায়। পরে এসআই নাজমুল হাসান দোতলা থেকে নেমে এসে আমাকে পেটাতে থাকেন। আমার দুই হাত প্রচণ্ড জখম হয়েছে।

এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের কাছে পেটানোর বিষয়টি অস্বীকার করেছেন নাজমুল হাসান।

তবে দীঘিনালার থানার ওসি মো.জাকারিয়া বলেন, অভিযুক্ত এসআই নাজমুল হাসান আমার কাছে এ ঘটনায় দোষ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরপর ফাঁড়িতে ছুটে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি। আমি আহত ইসলামের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। বিষয়টি আমি পুলিশ সুপারকে অবগত করেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম