Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার অডিও ফাঁস, বক্তব্য বিকৃতের দাবি

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম

বিএনপি নেতার অডিও ফাঁস, বক্তব্য বিকৃতের দাবি

জামালপুরের মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া ও সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম আমার কিছু কথোপকথনের অডিও রেকর্ড করে ফেসবুকে ছাড়া হয়েছে; যা ছিল গত রমজান মাসে আমাদের পৌর বিএনপির ইফতার মাহফিলের প্রস্তুতি সভা চলার আগমুহূর্তে। সেখানে পৌর বিএনপির সভাপতি আ. গফুর, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রাকিব লিটন, সাবেক সভাপতি হাবলুল গাজী বেলাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ হাসান অভিসহ আমরা অনেকেই খোশগল্পে মেতে উঠি। আমরা পারিবারিক সাংসারিক কথা বলতে বলতে একপর্যায়ে কৌশলে আমাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে গোপনে আমার কথা কে বা কারা অডিও রেকর্ড করে।

মাসুদ তালুকদার বলেন, কোনো স্বার্থান্বেষী মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার, ব্যক্তিগত ইমেজ, পারিবারিক ঐতিহ্য ক্ষুণ্ন করার জন্য আমার অগোচরে আমাদের কথাবার্তা মোবাইলে রেকর্ড করে তা এডিট ও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছে; যা দীর্ঘদিন পর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করেছে। এতে আমি খুবই বিব্রত।

তিনি বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে যে, আমি কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও কারো নাম ভাঙিয়ে অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছি বা নেওয়ার চেষ্টা করেছি- তাহলে আমার দল বিএনপি সাংগঠনিকভাবে যে ব্যবস্থা নেবে আমি তা মাথা পেতে নেব। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন- মাদারগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য আব্দুল আখির তালুকদার ও জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য  আবদুর রউফ তালুকদার।

উল্লেখ্য, জামালপুরের মাদারগঞ্জের পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদারের ৬ মিনিট ১০ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে শোনা যায়- চাঁদাবাজি, বালু ব্যবসার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকজন কথা বলছেন। মঙ্গলবার সকালে অডিওটি বিভিন্নজনের কাছে ছড়ানোর পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম