Logo
Logo
×

সারাদেশ

এক দিনের ব্যবধানে সৈকতে আবার মৃত ডলফিন

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৯:২১ পিএম

এক দিনের ব্যবধানে সৈকতে আবার মৃত ডলফিন

ফাইল ছবি

কুয়াকাটা সমুদ্র সৈকতে এক দিনের ব্যবধানে আবারও ভেসে এলো একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।

খবর পেয়ে স্থানীয় মানুষ ও পর্যটকরা ডলফিনটি দেখতে ভিড় জমান।

বুধবার (২০ আগস্ট) বিকাল ৪টার দিকে কুয়াকাটা সৈকতের পূর্বদিকে ট্যুরিজম পার্ক এলাকায় এ ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, আগের তুলনায় ডলফিন মৃত্যুর সংখ্যা কমলেও এখনো নিয়মিত এমন খবর পাওয়া যাচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। মৃত ডলফিনটি যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে, সেজন্য দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, এর একদিন আগে ৬ ফুট লম্বা একই প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে আসে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম