Logo
Logo
×

রাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনের বিকল্প নেই: সালাম আজাদ

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনের বিকল্প নেই: সালাম আজাদ

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনের বিকল্প কিছু নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই পারেন ফ্যাসিস্ট হাসিনার ধ্বংস করে দেওয়া সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে। তাই তারেক রহমানের বিকল্প এ দেশে আর কোনো নেতা নেই।

বুধবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল সারেং।

লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনির হোসেন আরিফ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম