Logo
Logo
×

সারাদেশ

ভারতে অনুপ্রবেশকালে দোয়ারাবাজার সীমান্তে ৪ হিজড়া আটক

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৩:৩২ এএম

ভারতে অনুপ্রবেশকালে দোয়ারাবাজার সীমান্তে ৪ হিজড়া আটক

ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে ৪ হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন- কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বালাকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে জাহেদুল ইসলাম (১৯), একই জেলার রৌমারী থানা সুখের বাতি গ্রামের ইউসুফ আলীর ছেলে রেজা আহমেদ (২০), একই জেলার কোতোয়ালী থানার মজিদা কলেজ পাড়ার মো. কালামের মেয়ে মোসকান আক্তার (২০) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কুচমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রনি হাসান (২৫)।

পুলিশ সূত্র জানায়, বুধবার (২০) ভোর ৩টার দিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৪ বাংলাদেশি হিজড়াকে আটক করে বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ স্থানীয় বাঁশতলা বিওপি'র হাবিলদার কামাল সরদার। বুধবার সকালে আটককৃতদের দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়। 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ৪ হিজড়ার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বুধবার দুপুরে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম