Logo
Logo
×

সারাদেশ

কেন্দুয়ায় একদিনে দুই যুবকের মৃত্যু

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম

কেন্দুয়ায় একদিনে দুই যুবকের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একই দিনে দুই শফিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের একজন আত্মহত্যা করেছেন এবং অপরজন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ধলিয়াকোনা গ্রামের মৃত জাহের উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩২) বাড়ির পাশের রেন্ট্রিগাছের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কেন্দুয়া থানার পুলিশকে অবহিত করেন। কী কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

অপরদিকে বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে শফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, শফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের লোকেরা দ্রুত কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুল হক জয় তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, উভয় ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম