Logo
Logo
×

সারাদেশ

থানা হাজতে যুবকের ঝুলন্ত লাশ

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৬:৫৫ পিএম

থানা হাজতে যুবকের ঝুলন্ত লাশ

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবক লোহার গ্রিলে শার্ট প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মৃত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড ভরামুহুরি হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে ও চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ছিলেন।  

‎থানা সূত্রে জানা যায়, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানম ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার সময় দুর্জয় প্রধান শিক্ষকের সঙ্গে থানায় ছিলেন।

এদিকে দুর্জয় চৌধুরীর পরিবারের লোকজন জানান, প্রধান শিক্ষক রাবেয়া খানম দুর্জয়কে সঙ্গে করে থানায় নিয়ে গিয়ে পুলিশে হস্তান্তর করেন এবং থানা হাজতে রাখার জন্য ওসিকে চাপ সৃষ্টি করেন।

পরে ‎রাত ১২টা থেকে ভোররাত ৪টার মধ্যে থানা হাজতে দুর্জয় চৌধুরী নিজের পরনের শার্ট গলায় প্যাঁচিয়ে দরজার গ্রিলে ঝুলে আত্মহত্যা করেন।

এদিকে রাতের অভিযানে গ্রেফতারকৃত অন্য আসামিকে ভোরে থানা হাজতে নিয়ে গেলে দুর্জয়ের ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশ। বিষয়টি জেনে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

‎এদিকে সকালে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব জানান, বৃহস্পতিবার দুপুরে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্জয়কে সঙ্গে নিয়ে তার কাছে যান। এ সময় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দুর্জয় চৌধুরী টাকা আত্মসাৎ করে খরচ করে ফেলার কথা স্বীকার করলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে ফোনে জানান। 

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে স্কুলের প্রধান শিক্ষক দুর্জয়কে সঙ্গে নিয়ে থানায় আসেন। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমার কাছেও দায় স্বীকার করলে তাকে ৫৪ ধারায় আটক ও অভিযোগ গ্রহণ করে এএসপি সার্কেলসহ আমরা অভিযানে বেরিয়ে যাই। ভোরে থানাহাজতে দুর্জয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম