Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৮:০৭ পিএম

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে রাত ৩টা পর্যন্ত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের অংশ হিসেবে শহরের থানাপাড়ায় বিএনপি নেতা ডা. কেএম বাবরের বাসভবনে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

তল্লাশি চালিয়ে ডা. কেএম বাবরের বাসভবনের একটি বাথরুমের ফ্লাশ ট্যাংকের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে তারা।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয় নিশ্চিত করেন।

অভিযানে সেনাবাহিনীর টহল দল ছাড়াও গোপালগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেয়। অভিযান শেষে উদ্ধার হওয়া পাইপগান ও এক রাউন্ড গুলি সদর থানায় জমা দেওয়া হয়েছে। ডা. কেএম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের কেন্দ্রীয় নেতা। অভিযানকালে তিনি বাসায় ছিলেন না বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ডা. কেএম বাবর মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার সকালে আমি ঢাকায় যাই। ওই দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাসায় গিয়ে পরিচয় দেওয়ার পর আমার স্ত্রী গেট খুলে দেয়। বাসায় প্রবেশের কিছুক্ষণ পর আমার মায়ের কক্ষের বাথরুমে গিয়ে তারা ফ্লাশ ট্যাংকের মধ্য থেকে পলিথিনে মোড়ানো একটি ব্যাগ বের করে। ব্যাগ খোলার পর দেখা যায় এর মধ্যে লেদ মেশিনে তৈরি দেশীয় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি রয়েছে। ষড়যন্ত্রমূলক আমাকে ফাঁসাতে কেউ এ কাজ করতে পারে। যারা সেনাবাহিনীকে তথ্য দিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে আমি মনে করি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বিএনপি নেতার বাসার বাথরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা প্রতিপক্ষ তাকে ফাঁসাতে এমনটি করতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। এ ঘটনায় আপাতত কোনো মামলা হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম