Logo
Logo
×

সারাদেশ

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল পালিত

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল পালিত

সড়ক অবরোধ। ছবি: যুগান্তর

চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মিলিত কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

হরতাল ও অবরোধ চলাকালে জেলা শহরসহ ৯টি উপজেলা সদরে সব ধরনের যানবাহন চলাচল, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও স্কুল-কলেজ বন্ধ ছিল।

মোংলা বন্দরের জেটিতে পণ্য-উঠানামা ও পরিবহণও বন্ধ ছিল। মোংলা ইপিজেড ও শিল্পাঞ্চলেও কোনো কাজ হয়নি। মোংলা-খুলনা, মোংলা-ঢাকা, বাগেরহাট-ঢাকা, খুলনা-বাগেরহাট-বরিশাল, সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কসহ জেলার সব উপজেলা সড়কগুলোতেও দূরপাল্লাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এমনকি হরতাল ও মহাসড়ক অবরোধ চলাকালে জেলার ছোট-বড় নদীর খেয়া ও সড়ক বিভাগের ফেরিও চলাচল করেনি।

এর ফলে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হরতাল ও মহাসড়ক অবরোধ নিয়ে ব্যাপক প্রচারণা চালানোর ফলে লোকজন ঘর থেকে তেমনটা বের হয়নি।

তবে এদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তাদের হেঁটে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। একই দিন ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচি পালন করেন বাগেরহাটের বিক্ষুব্ধ জনতা।

হরতাল ও মহাসড়ক অবরোধ চলাকালে সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান, সাবেক সিনিয়র সচিব ড. ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক শামিমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, সাবেক এমপি শেখ মুজিবর রহমান, বিএনপি নেতা প্রকৌশলী মাসুদ রানা, শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জামায়াতের জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক রাহাত, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার নারী-পুরুষ নিয়ে জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম