এনজিওর টাকা পরিশোধ না করায় বৃদ্ধার কারাদণ্ড
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ, ঢাকা
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১০:৫১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রবাসী ছেলের নামে শক্তি ফাউন্ডেশন থেকে ৪ লাখ টাকা ঋণ নেন পারুল বেগম। সময়মতো পরিশোধ করতে না পারায় মামলা হলে সেই মামলায় তার ৬ মাসের সাজা হয়।
বৃহস্পতিবার দুপুরে ২০ হাজার টাকার কিস্তি দিলেও রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। ক্ষুব্ধ এলাকাবাসীর চাপে রোববার বিকালে বৃদ্ধাকে জামিনের আশ্বাস দেয় এনজিওর আঞ্চলিক তত্ত্বাবধায়ক রমজান আলী। ঢাকার নবাবগঞ্জের পানালিয়া গ্রামের এ ঘটনা ঘটেছে।
জানা যায়, নবাবগঞ্জের আজিজপুর এলাকার আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম ২০২২ সালের ১৩ জুন পানালিয়া শাখা শক্তি ফাউন্ডেশন থেকে প্রবাসী খাতে ৪ লাখ টাকা ঋণ নেয়। ১৮ মাস মেয়াদে তা পরিশোধ করার কথা থাকলেও ছেলে প্রবাস থেকে টাকা দিতে না পারায় নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারেনি। ফলে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের তিন তারিখে আদালতে মামলা করে শক্তি ফাউন্ডেশন। শক্তি ফাউন্ডেশনের পক্ষে হিসাবরক্ষক মানিক হোসেন বাদী হয়ে মামলা করেন। এরপর ওই নারী আরও ১ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করেন। পরে মামলায় তার বিরুদ্ধে ৬ মাসের সাজা হয়। এনজিও কর্তৃপক্ষ বিষয়টি নারীকে জানায়নি। সুদসহ ওই ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৯৫ হাজার ৩২৮ টাকা।
ভুক্তভোগীর মেয়ে সায়মা বলেন, আমার অসুস্থ মাকে মাত্র ৮১ হাজার টাকার জন্য ৬ মাসের সাজায় জেলে দেওয়া হয়। শক্তি ফাউন্ডেশনের গাফিলতির কারণে এটা হয়েছে। মার কিছু হলে তাদের দায় নিতে হবে।
