Logo
Logo
×

সারাদেশ

শীর্ষ চরমপন্থি লিপটন রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১০:০৬ পিএম

শীর্ষ চরমপন্থি লিপটন রিমান্ডে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ চরমপন্থি থেকে আওয়ামী লীগ নেতা বনে যাওয়া জাহাঙ্গীর কবির লিপটনকে এবার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার শুনানি শেষে আদালত তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা তাকে সবুজ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে।

জানা গেছে, গত বছর ৫ আগস্ট রাতে কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় সবুজকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়। ১৭ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ওই ঘটনায় একটি হত্যা মামলা হয়। পুলিশের তদন্তে ওই মামলায় লিপটনের সম্পৃক্ততা মিললে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখাতে কুষ্টিয়া আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে ১৮ আগস্ট তাকে পুনরায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া সদরের সাবেক এমপি মাহবুবউল আলম হানিফের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন লিপটন। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় প্রকাশ্যে দলবল নিয়ে সে বেশ কয়েকবার ছাত্রদের ওপর হামলা চালায়। পুলিশের সঙ্গে মিশে সে নিজের অবৈধ অস্ত্র দিয়ে বিক্ষোভ ঠেকাতে শহরের একাধিক জায়গায় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে।

আওয়ামী লীগের পতনের পর সে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের আত্মীয় পরিচয়ে তার সঙ্গে ঘোরাফেরা এবং এলাকার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে থাকে। আওয়ামী লীগের দোসর এখন বিএনপির ঘাড়ে ভর করে টিকে থাকার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। সেনাবাহিনী গত ৬ জুন তাকে তিন সহযোগীসহ গ্রেফতার এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে করা অস্ত্র মামলায় তাকে প্রথমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে গত ২১ ফেব্রুয়ারি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কমান্ডার ও হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানেফ আলী, শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়ার পিয়ারপুরের রাইসুল ইসলাম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। জাসদ গণবাহিনীর কালুর ঘনিষ্ঠ সহযোগীরা সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত।

লিপটনের উপযুক্ত শাস্তির দাবিতে গ্রেফতারের দিন গত ৬ জুন শহরের এনএস রোডে এবং গত ১৫ জুন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিপুলসংখ্যক নারী-পুরুষ মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

গত ১৫ জুন তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কুষ্টিয়ার পুলিশ সুপার ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অনুলিপি পাঠানো হয়।

লিপটনের ভাই আলমগীর কবির বর্তমানে নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত। ভাইয়ের প্রভাবে ২০১৩ সালের দিকে মাহবুবউল আলম হানিফকে তার এলাকায় ফুলের তোড়া দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন চরমপন্থি লিপটন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম