Logo
Logo
×

সারাদেশ

খাগড়াছড়িতে বিলুপ্ত প্রজাতির কিং কোবরা উদ্ধার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:১৪ পিএম

খাগড়াছড়িতে বিলুপ্ত প্রজাতির কিং কোবরা উদ্ধার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিলুপ্ত প্রজাতির একটি কিং কোবরা সাপ উদ্ধার করেছে বন বিভাগ। 

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সাপুড়িয়াপাড়া এলাকা থেকে বস্তাভর্তি অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।

এর আগে সোমবার দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার একটি বসতবাড়ির মুরগির ঘর থেকে সাপটি উদ্ধার করে সাপুড়িয়াপাড়ায় নিয়ে আসেন প্রবীণ সাপুড়িয়া অহিদ মিয়া।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, বন কর্মকর্তা কাজী তামিল রসুল, বন্যাপ্রাণী ও সাপ উদ্ধারকারী মো. জুয়েল সাপুড়িয়াপাড়ায় গিয়ে সাপটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া সাপটি লম্বার প্রায় ১২ ফুট।  কিং কোবরা শঙ্খচূড় বা রাজ গোখরা নামেও পরিচিত। এরা পৃথিবীর অন্যতম বিষধর সাপ। এরা লম্বায় ১৮ ফুটের বেশি হয়।

মানিকছড়ি রেঞ্জের বন কর্মকর্তা কাজী তামিল রসুল বলেন, সাপটি সোমবার ধরা হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা প্রশাসনকে নিয়ে উদ্ধার করা হয়েছে। সাপটিকে হাজারিখীল অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম