Logo
Logo
×

সারাদেশ

ব্যবসায়ী বিষ্ণু আগরওয়ালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:১৬ পিএম

ব্যবসায়ী বিষ্ণু আগরওয়ালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বগুড়ায় ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণের দুই কোটি ৮০ লাখ টাকা আদায়ের জন্য অর্থ ডিক্রি জারি মামলায় আদালত ঋণখেলাপি ব্যবসায়ী বগুড়ার তালোড়ার মেসার্স বি কে ট্রেডার্সের মালিক বিষ্ণু কুমার আগরওয়ালকে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেছেন।

বগুড়ার অর্থঋণ আদালতের জজ মো. আহসান হাবিব এ আদেশ দেন।

মঙ্গলবার বিকালে ব্যাংকের ব্যবস্থাপক আবদুর রহিম এ তথ্য দেন।

ব্যাংকের সূত্র জানায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারের মেসার্স বিকে ট্রেডার্সের মালিক বিষ্ণু কুমার আগরওয়াল বেশ কয়েক বছর আগে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বড়গোলা, বগুড়া শাখা থেকে ঋণ নেন। পরবর্তীতে তিনি ঋণ পরিশোধ করেননি। সুদাসলে ওই ব্যাংক ঋণের পাওনা দাঁড়ায় দুই কোটি ৮০ লাখ টাকা। এ টাকা আদায়ের জন্য ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালতে মামলা করে ডিক্রি পায়।

ওই টাকা সুদাসলে পরিশোধ না করলে ব্যাংক টাকা আদায়ের জন্য প্রায় তিন বছর আগে বিষ্ণু কুমার আগরওয়াল ও জিম্মাদার প্রদীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে ডিক্রি জারি মামলা করেন। ওই মামলার রায়ে গত সোমবার আদালত বিষ্ণু কুমার আগরওয়ালকে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেন।

এছাড়া আদালতের অনুমতি ছাড়া তিনি যেন দেশত্যাগ করতে না পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ আদেশের কপি বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), বাংলাদেশ পুলিশ বিশেষ শাখা, ঢাকার কাছে প্রেরণের জন্য আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বড়গোলা, বগুড়া শাখার ব্যবস্থাপক আবদুর রহিম জানান, আদালতের আদেশের বিষয়টি তিনি অবগত আছেন। গত তিন বছর আগে যখন মামলা করেন, তখন সুদাসলে পাওনা ছিল দুই কোটি ৮০ লাখ টাকা। বর্তমানে মেসার্স বিকে ট্রেডার্সের মালিক বিষ্ণু কুমার আগরওয়ালের কাছে সুদাসলে ব্যাংকের পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চার কোটি টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম