Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে গেল ব্যাংক কর্মকর্তার প্রাণ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০২:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে গেল ব্যাংক কর্মকর্তার প্রাণ

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন রাসেল (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকায় মল্লিকা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আশুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোতালিব। তিনি ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। এছাড়া তিনি আশুগঞ্জ সার কারখানা হাউসিং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, ওইদিন রাতে রাসেল মোটরসাইকেল চালিয়ে কাউতলী থেকে সুলতানপুর যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা সহযাত্রী তপু (২৮) আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম