Logo
Logo
×

সারাদেশ

দোয়ারাবাজারে ১৭৩ বোতল বিদেশি মদসহ র‌্যাবের জালে মাদক কারবারি

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:৪৮ এএম

দোয়ারাবাজারে ১৭৩ বোতল বিদেশি মদসহ র‌্যাবের জালে মাদক কারবারি

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাবিবুর রহমান (৩২) নামের এক মাদক কারবারিকে ১৭৩ বোতল বিদেশি মদসহ আটক করেছে র‌্যাব-৯। ধৃত হাবিবুর উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মজুমদার আলীর ছেলে।

জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৭৩ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি হাবিবুর রহমানকে আটক করে ।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাবিবুর জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় অবৈধ ভারতীয় মদ সংগ্রহ করে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন তিনি। জব্দকৃত ওই মদ বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতেই ছিল বলে জানান এই মাদক কারবারি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম