Logo
Logo
×

সারাদেশ

চাঁদাবাজির মামলায় সাবেক এমপির পিএস গ্রেফতার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৭:০২ পিএম

চাঁদাবাজির মামলায় সাবেক এমপির পিএস গ্রেফতার

সিকদার লিটন। ছবি: সংগৃহীত

ফরিদপুরে চাঁদাবাজির মামলায় সাবেক এমপি মঞ্জুর হোসেন বুলবুলের পিএস সিকদার লিটনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার সিকদার লিটন ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুলের সহকারী ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন এমপির ছত্রছায়ায় নানা অপকর্মে জড়িত ছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে। এছাড়া ঢাকায় ছাত্র-জনতার আন্দোলন দমনে হত্যা, হত্যাচেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক ও নাশকতার মামলার এজাহারনামীয় আসামি তিনি।

এ বিষয়ে ফরিদপুর ডিবির ওসি মামুনুর রশিদ বলেন, চাঁদাবাজির অভিযোগে সিকদার লিটনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় ফরিদপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ২০২০ সালে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি সিকদার লিটনকে ভাঙ্গা থেকে গ্রেফতার করে র‌্যাব। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে বের হয়ে বিভিন্ন ব্যবসায়ী, চাকরিজীবীসহ অনেকের নামে মামলা করেন তিনি।

এর আগে চলতি বছরের ৫ মে ঢাকার বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ফরিদপুর থেকে ডিবি পুলিশ সিকদার লিটনকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন কারাগারে গুলিবিদ্ধ হয়ে মারা যান জাবেদ নামে এক যুবক। নিহতের পরিবারের সঙ্গে লিটনের কোনো সম্পর্ক না থাকলেও খালাতো ভাই দাবি করে কেরানীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন সিকদার লিটন। ওই মামলায় আসামি করার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে ঘটনা জানাজানি হলে নিহত জাবেদের ভাই মাইনুদ্দীন ঢাকার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম