Logo
Logo
×

সারাদেশ

পবায় ফুফুকে হত্যায় যুবক গ্রেফতার, মামলা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৪২ পিএম

পবায় ফুফুকে হত্যায় যুবক গ্রেফতার, মামলা

রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় ফুফু আফি খাতুনকে (৫৫) গলায় ছুরি চালিয়ে হত্যার ঘটনায় মাদকাসক্ত রকি হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রকিকে নিজ এলাকা থেকেই গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের এক ঘণ্টা পরেই রকিকে গ্রেফতার করা হয়েছে। 

এ ঘটনায় নিহত আফি খাতুনের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। পবা থানার ওসি মনিরুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহত আফি খাতুনের ভাই ইনতাজ আলী বাদী হয়ে রকি হোসেনের নামে পবা থানায় একটি মামলা করেছেন। নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার রকিকে শুক্রবার আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রকি নিহত আফি খাতুনের বড় ভাই কামাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় রকি তার ফুফুর কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি তার ফুফুকে গলায় ছুরি চালিয়ে হত্যা করে। আফি খাতুন অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে চলতেন। 


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম