Logo
Logo
×

সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে জরিমানা

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৬:৩৪ পিএম

অবৈধভাবে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে জরিমানা

ছবি: যুগান্তর

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার অভিযান চালিয়ে এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মহাদেও নদ, মান্দারিয়া বিল, গজারমারি, সিধলীসহ বেশ কয়েকটি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এসব বালু নৌকা, লরি ও পিকআপ করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে চক্রটি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায়ই এসব এলাকায় অভিযান চালানো হয়। তবুও থামছে না অবৈধভাবে বালু উত্তোলন।

শুক্রবার বিকালে উপজেলার পোগলা ইউনিয়নের শুনই বাজার সংলগ্ন ফকিরের বাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে ইমরান হাসান নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ইমরান হাসান উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে। একই অভিযোগে পোগলা ইউনিয়নের গুতুরা বাজার সংলগ্ন এলাকায় গোলাপ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইমরান ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, দুটি এলাকায় অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম